বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গার কালিদাসপুর ও জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিদাসপুর চাতাল প্রাঙ্গণে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়। কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, কালিদাসপুর ইউনিয়নের এই কর্মি সভা খুবই ভাল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমি কর্মিদের উপস্থিতি দেখে খুবই খুশি হয়েছি। আজকে এই কালিদাসপুর ইউনিয়নের এই কর্মিসভায় আপনারা সকলেই যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকেন তাহলে আর কোন কর্মি প্রয়োজন হবে না আপনারাই যথেষ্ঠ। এ রকম প্রত্যেক ইউনিয়নে আমাদের কর্মি আছে, লোকজন আছে। আপনারা মানুষের কাছে গিয়ে নৌকায় ভোট চান। জননেন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছে। আজকে বিএনপি,জামাত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ক্ষমতায় থেকে জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি ওয়ালাদের বলি অতো বাড়াবাড়ি না করে নির্বাচনে আসেন। জনগণ যদি আপনাদের ভোট দেয় আমরা অবশ্যই ক্ষমতা ছেড়ে বিরোধী আসনে চলে যাবো। আপনারা তো নির্বাচনে আসবেন না, কারণ আপনাদের জনগণের উপর ভরসা নেই,আপনারা পিছনের দরজা দিয়ে ক্ষতায় আসতে চান। আমরা এই কালিদাশপুর ইউনিয়নের প্রতিটি রাস্তার উন্নয়ন করেছি,স্কুলের বিল্ডিং করে দেওয়া হয়েছে, মানুষকে ভাতা দেওয়া হচ্ছে,কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ফ্রি ঔষধ দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, আপনারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি বিনষ্ট করেন না। কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামীলীগ নেতা শওকত আলী, আরশাদ উদ্দিন চন্দন,,আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আসাদুল হক মিকা। কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের পরিচালনায় কর্মি সমাবেশে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, আতিয়ার রহমান, মাসুদ রানা তুহিন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, যুবলীগ নেতা আহসান উলাহ, এমদাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাহিদা সিরাজ, সেন্টু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন,শাহিন রেজা,ছাত্রলীগ নেতা আব্দুলাহ আল হোসাইন বাদশা,হাসান, গোলাম ছরোয়ার শামিম,রকি প্রমুখ
Leave a Reply