মনোজিত মন্ডল, খোকসা থেকে।। কুষ্টিয়ার খোকসায় মরহুম আব্দুস সাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সেনগ্রাম হোসেন এন্ড গোলাম স্পোর্টিং ক্লাব এর আয়োজনে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইমা পেন্টিংএন্ড প্যাকেজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুন্সি একে আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সঞ্জয় কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক আরিফুল ইসলাম নয়ন, সহ প্রমুখ। মাগুরা ফুটবল একাদশের ৮ নম্বর খেলোয়াড় শান্ত খেলার প্রথম আর্ধের ১০ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ২০ মিনিটের সময় মাগুরা জেলা ফুটবল একাদশের ৬ নম্বর খেলোয়াড় বাধন গোল করে গোলের ব্যবধান বাড়িয়ে দেয়। ২৩ মিনিটের সময় বাধন আবার বল জালে জড়িয়ে দিয়ে গোলের ব্যবধান তিন গুন করে দেয়।রাজবাড়ি জেলা ফুটবল একাদশের ১০নম্বর খেলোয়াড় গোল করে দলকে গোলের ব্যবধান কমিয়ে দেয়।নির্ধারিত সময়ে ৬-২গোলে রাজবাড়ি জেলা ফুটবল একাদশকে হারিয়ে মাগুরা জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়ে ফাইনাল খেলার সুযোগ করে নেয়।
Leave a Reply