ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা অপটিমিষ্ট চ্যারিটেবল অর্গানাইজেশনের উদ্যোগে ১৭ জন গবীব মেধাবি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেছে। গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিচালক ডাঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির জেনারেল সেক্রেটারি একে এম মাইদুল করিম। তিনি বলেন, আমরা চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গাকে প্রথম বেছে নিয়ে এবারই ১৭ জন শিক্ষার্থী বাছাই করার পর তাদের বৃত্তি প্রদান করলাম। আপনারা জানেন, আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলমডাঙ্গার কৃতি সন্তান। তিনি আমেরিকায় প্রকৌশলী হিসেবে দীর্ঘবছর চাকরী করছেন। তার ইচ্ছা অনুযায়ী বাংলাদেশীদের কাছ থেকে তোলা অর্থ দিয়ে বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালনা করছেন। আজকে আমরা অত্যন্ত খুসি যে আমরা আমাদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রাজ্জাকের নিজ এলাকার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে পারলাম। এতদিন বিভিন্ন জেলায় দিয়েছি।
বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ডাইরেক্টর মানোয়ার হোসেন মানু, অতিরিক্ত জেলা পরিচালক মোঃ শওকত আহমেদ, ইব্রাহিম খলিল অতিঃ জেলা পরিচালক, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক,আলইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ এনামুল হক, জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক সুরাইয়া ইয়াসমিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। সভায় প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ১৭ জন শিক্ষার্থী দের মাঝে ২লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য যে, এই সংগঠনটি আমেরিকার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বাংলাদেশের ১২ টি জেলায় তাদের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চলছে।
Leave a Reply