ওলি ইসলাম, ভেড়ামারা থেকে। কুষ্টিয়ার ভেড়ামারায় দুই জনকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো- চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্য পাড়ার ইদ্রিস আলীর ছেলে মো. ওমি (১৭) ও চাঁদগ্রাম ইউনিয়নের ও একই এলাকার ফজলুর রহমানের ছেলে সাহিদ হাসান সুমন (৪০)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ভেড়ামারা সিনএনজি ষ্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। অস্ত্রসহ দুই জনকে আটকের খবর নিশ্চিত করেন ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০ টায় ভেড়ামারা শাপলা চত্বর সংলগ্ন সিনএনজি ষ্ট্যান্ডে একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় মো. রমি পিস্তলসহ সেখানে অবস্থান করেন। এসময় রমির সহোযোগিরা ধারালো অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে স্থানীয় জনতার সহযোগিতায় তিন রাউন্ড, গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ মো. রমি কে আটক করে। এসময় ঘটনাস্থলের পাশেই সাহিদ হাসান সুমনকে তার দোকান থেকে আটক করা হয়। তার দোকানে তল্লাশি চালিয়ে একটি রামদা, চাপাতি ও দুটি ছোড়া উদ্ধার করা করা হয়। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি বিদেশি পিস্তলসহ রমিকে আটক ও একটি রামদা, চাপাতি ও দুটি ছোড়া সুমনের দোকান থেকে উদ্ধার করা হয়। সুমনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও অভিযান চলমান রয়েছে।
Leave a Reply