বশিব, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা থানা পুলিশ এক অভিযান চালিয়ে দুুিট চোরাই মোবাইল ফোন ও নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে। গতকাল গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২টি চোরাই মোবাইল ফোন ও চোরাই মোবাইল ফোন বিক্রির নগদ ১৫৬০/- টাকা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনাকালিন, সোর্স মাধ্যমে সংবাদ প্রাপ্ত হন যে, আলমডাঙ্গা পৌরসভাধীন বাবুপাড়া লক্ষন কর্মকার (৩৮) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে পাবনা জেলার সদর উপজেলার দ্বীপচর (লাউদাড়া) গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ আলম হোসেন (৩৪) কে এলাকাবাসি আটক করেছে। তাৎক্ষনিক ভাবে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০২টি চোরাই মোবাইল ফোন ও চোরাই মোবাইল ফোন বিক্রয়ের নগদ ১,৫৬০/- টাকাসহ আসামিকে পুলিশ হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply