কাগজ প্রতিবেদক ॥ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ ছিন্নপত্র পদ্মার পাড়ে’ চলচ্চিত্র আমাদের দ্ইু দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সৃদৃড় করেছে আরও প্রাণবন্ত করেছে। তিনি বলেন, যৌথ প্রচেষ্টা আমাদের দুই দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। গতকাল সন্ধায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে প্রতœতত্ব বিভাগের সহযোগীতায় আয়োজিত ড. চঞ্চল খান পরিচালিত বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত‘ ছিন্ন পত্র পদ্মার পাড়ে’ চলচ্চিত্র প্রদর্শনীকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্বপ্নদর্শী ছিলেন যার প্রভাব সীমানা এবং প্রজন্ম অতিক্রম করে। তাঁর গভীর চিন্তা, কাব্যিক তেজ এবং শৈল্পিক প্রচেষ্টা মানবতাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে চলেছে। সাহিত্য, সঙ্গীত এবং দর্শনে তার অবদান বিশ্ব একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। যারা এই চলচ্চিত্রটি নির্মাণ, অভিনয়সহ বিভিন্ন কাজে অংশগ্রহন করেছেন তিনি ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পীদের প্রশংসা করেন।
পরে কুঠিবাড়ীতে নির্মিত মঞ্চে আয়োজিত সুধী সমাবেশে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএ, বিপিএম, পিপিএম (বার)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুঠিবাড়ীর কাষ্টডিয়ান আল আমিন, শিলাইদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন তারেকসহ স্থানীয় সুধীজন। আলোচনা সভা শেষে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহাম্মদের পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।
Leave a Reply