বশির আলম ডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে, অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন।তিনি বলেন, যে কোন সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থি ভাল,তিনি আরো বলেন,মাদক ব্যাবসায়িদের না ধরে মাদক সেবীদের ধরার প্রবনতা দেখা যাচ্ছে,কিন্ত প্রকৃত মাদক ব্যবসায়িরা ধরা ছোঁয়ার বাইরে থাকলে সমাজ থেকে মাদক দুর হবে না।হয়ত মাদক নির্মুল করা কঠিন কিন্ত নিয়ন্ত্রন করতে হবে।তিনি আরো বলেন এক সময় সরকারি দলের ছত্রছায়াই মাদক ব্যাবসায়ি স্বাচ্ছন্দে মাদক ব্যাবসা করেছে,কিন্ত এখন তো সেটা নেই।তিনি বলেন,আলমডাঙ্গা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষকে মারামারি ঘটনা পড়লাম পত্রিকায় যা খবই দুঃখ জনক,শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক আপনারা বিষয়টি দেখেন।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন স্কুলটিতে শৃঙ্খলা বলতে কিছু নেই,ঘটনা তদন্ত করে দোষির বিরুদ্ধে শাস্তি মুলক ব্যাবস্থা নেওয়া দরকার। বর্তমানে আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে ভাল আছে,বিশেষ করে বর্তমান ওসি বিল্প কমার নাথ বলেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভল রাখতে স্বর্বাত্বক চেষ্টা করছি,,উপজেলা ভাইস চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন উপজেলা পরিষদ চত্তরের যে রাস্তা আমরা পৌর মেয়রকে বহুবার বলার পরও পৌর মেয়র কোন ব্যাবস্থা নেন নি,উপজেলার সকল অফিসের পৌর কর পরিষোধ করলে রাস্তা করে দেবে বল্লে আমরা পৌর কর পরিশোধ করেছি তারপরও মেয়র রাস্তা করলেন না।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলমডাঙ্গা,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মার্জাহান নিতু,ডাঃ নাজনীন সুলতানা, ,থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার নাথ,কৃষি অফিসার রেহানা পারভীন,উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা। প্রকল্প কর্মকর্তা এনামুল হকের উপস্থাপনায়, সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসি বিল্পব কিমার নাথ।আন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,ডিপিএইচই আশিবুজ্জামান,ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম,ডাঃ মঞ্জুরুল হক বেলু,বিআর ডিবি কর্মকর্তা সায়লা সারমিন,,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,আবু সাইদ পিন্টু,, সরকারি কলেজ প্রভাষক ড,মাহবুবুর রহমান,মহিলা কলেজের অধ্যক্ষের পক্ষে প্রভাসক সেলিম হোসেন,,পৌর সভার কাউন্সিলর খন্দকার মজিবুল হক,উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ,,ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, তাফসির আহম্মেদ লাল,,সরোয়ার হোসেন,শাহিনুর রহমান,মখলেছুর রহমান শিলন,,শেখ আসাবুল হক মিকা,মাহমুদুল হাসান চঞ্চল,মিনহাজ উদ্দিন,,যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন,প্রেসক্লাবের,সম্পাদক হামিদুল ইসলাম আজম,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রমুখ।
Leave a Reply