কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দোস্তপাড়া স্কুল ছাত্র হৃদয় হত্যা মামলায় খাজানগরের জিয়া দর্জি ওরফে জিয়া হিজরা আটক। কিছুক্ষন আগে খাজানগর উত্তরপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে আরো ৭ জনকে আটক করে পুলিশ। উল্লেখ্য:-কুষ্টিয়ার দোস্তপাড়ার নিরীহ স্বভাবের স্কুল ছাত্রের নাম মেহেদী হাসান হৃদয়। গত ২০১৯ সালের ১ মার্চ কুষ্টিয়া খাজানগরের নর্থ বেঙ্গল রাইচ মিল চাতালে ওয়াজ মাহফিল চলছিলো। হৃদয় তার বন্ধুদের সাথে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যায় হৃদয়। মাহফিল চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হৃদয়ের বন্ধুদের সাথে স্থানীয় স্থানীয়দের সাথে হাতাহাতি হয় । পরে মাহফিল পরিচালনা কমিটি বিষয়টি মীমাংসা করে দেয়। এ ঘটনার ২ দিন পর সন্ধায় হৃদয়ের বন্ধু সুমন ,জিহাদ,রাসেল ও ইউসুফ জোট বেধে পুনরায় খাজানগরের নর্থ বেঙ্গল রাইচ মিলের পশ্চিম দিকে ফয়সাল রাইচ মিলের পিছনের গলির রাস্তা দিয়ে উত্তর পাড়া জিয়া দর্জির বাড়ির সামনে গেলে স্থানীয় প্রতিপক্ষরা জোট বেঁধে হামলা চালায়। হৃদয়ের বন্ধু সুমন ,জিহাদ,রাসেল ও ইউসুফ পালিয়ে যায়। হৃদয় ধৃত হয় প্রতিপক্ষের হাতে। তারা বাঁশের লাঠি কেড়ে নিয়ে হৃদয়কে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রাই হৃদয়কে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনার পরদিন গত ৪-৩-২০১৯ ইং হৃদয়ের চাচা আবুছ উদ্দিন কুষ্টিয়া মডেল থানায় ১৩ জন আসামীর নাম ও আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে একটি এজাহার দায়ের করে। মামলা নং ১০। মামলার বাদী আবুস উদ্দিন জানায়,হৃদয়ের বন্ধুদের কথামত মামলা করেছি। পুলিশ তদন্ত করে অপরাধীকে সনাক্ত করবে।
Leave a Reply