স্পোর্টস ডেস্ক ।। এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। এই ম্যাচে হার মানেই ফাইনাল শেষ। জিতলে উঠবে ফাইনালে। এমন সমীকরণে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। চোটের কারণে চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন জামান খান। বুধবার সন্ধ্যায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তান দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি। নাসিম শাহের পরিবর্তে জামান খানকে দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি জামান খানের।
এর আগে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সময় কাঁধে আঘাত পেয়েছিলেন নাসিম শাহ। সেই চোটের কারণেই আগামী কয়েক দিন মাঠে নামতে পারবেন না তিনি। তবে তার চোট খুব বেশি গুরুত্বর নয়। সামনে বিশ্বকাপ থাকায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে পিসিবি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল খেলতে মাঠে নামবে পাকিস্তান।
Leave a Reply