আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। তিনি বলেন ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশার সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়, সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়। তবে ডেঙ্গুর শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষায় এ রোগের প্রকোপ বাঁধতে পারে, এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ প,প,কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, আপনার ঘরের এবং আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি সপ্তাহে একবার ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে। ফুলের টপ প্লাস্টিকের পাত্ত পরিত্যক্ত টায়া, প্লাস্টিকের ড্রাম মাটির পাত্র বালতি, নারিকেলের মালা টিনের কৌটা,ফাস্টফুড কন্টেইনার মটকা ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশার ডিম পাড়ে। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হব। ইনেস্ট্রাকটার জামাল হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন,আলমডাঙ্গা পৌর মেয়র হাসান গাজীর গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,কাউন্সিলর মজিবুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমি, সমাজ কল্যাণ কর্মকর্তা নাজমুল হোসেন, জিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম,সরকারি কলেজের প্রভাসক ডক্টর মাহবুবুর রহমান,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা মাধ্যমে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শেফালী বেগম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আজম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু,হাফেজ ওমর ফারুক, কাউন্সিলরুল ইসলাম স্বপন, ডাক্তার মনজুরুল হক বেলু প্রমুখ।এর আগে একটি রেলি শহর প্রদক্ষিণ করে।
Leave a Reply