আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে অসহায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে ১০৩ জন গরিব দুস্থদের মাঝে প্রত্যেককে একবান ঢেউটিন ও ৩ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বক্তব্যে তিনি বলেন, এই আগস্ট মাসেই বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন। আগস্ট মাস শোকের মাস, স্মরণ করার মাস,শোক পালন করা আমাদের সকলের দায়িত্ব। এখনো ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির সময়ও টিন বিতরণ ছিলো। কিন্তু আপনারা পাননি। বিএনপি নেতারা গোডাউন করেছে, বাড়ি করেছে। তারা আপনাদের হক মেরেছে। আমাদের সময় আপনারা সবই পাচ্ছেন। আমরা হক মেরে খাওয়ার চিন্তা করি না। তিনি আরও বলেন, আজকে যে উন্নয়ন দেশে হচ্ছে, তা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো। মহৎ চিন্তা সকলের মাথায় আসেনা। বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা ও স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্যই এতোবার হামলার পরও প্রধানমন্ত্রী বেঁচে আছেন। আমার মনে হয়, মানুষের স্বপ্ন পূরণ করার জন্যই তিনি বেঁচে আছেন।আগষ্ট মাসে তারা বঙ্গবন্ধুসহ স্বপরিবারে হত্যা করেছিল,আবার ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা জননেন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। ঢেউটিন ও টাকাবিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদিমপুর ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম লোটাস, বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, গাংনী ইউপি চেয়ারম্যান এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সোহেল রানা শাহিন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা বাদশা প্রমুখ।উল্লেখ্য ৩ শত পরিবারকে ১ বান করে টিন ও ৩ হাজার টাকা মোট ৩শত বান টিন ও ৩ লক্ষ ৯ হাজার টাকা বিতরন করা হয়েছে।
Leave a Reply