আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ার (৩ ও ৪ নং ওয়ার্ড) বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে ৫ দিন ব্যাপী পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচী চলছে।এই কর্মসুচির প্রধান উদ্যোক্তা খোঃ হাবিবুল করিম চনচল বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলায় এলাকার সকল রাস্তার পাশে আগাছা, ময়লা ও আবর্জনায় পরিবেশ দূষণ হওয়ায় আমরা নিজেরাই উদ্যোগী হয়ে এই পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করছি। এই পরিচ্ছন্নতা কর্মসূচীর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, ভিন্ন ভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ক সূদৃঢ়করণের পাশাপাশি সমাজের নানান অসঙ্গতি দূরীকরণে গুরুত্বপুর্ণ প্রভাব রাখবে। এছাড়াও ডেঙ্গুর প্রভাব থেকে মুক্ত হতেই আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। এ বিষয়ে ব্যাংকার মতিয়ার রহমান, ডা. ওহাব, আবুল মাষ্টার, প্রভাষক রোকনুজ্জামান ডাবলু, কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মেহেদী, মানোয়ার হোসেন লালু, আব্দুর রাজ্জাক, খোঃ হাবিবুল করিম চনচল, শাহীন রেজা, সাজ্জাদুল স্বপন, বিদ্যুৎ, হাজী শফি, শিক্ষক মহাসিন, ডেমোনেস্টেটর রাজ, হুমায়ুন, ইতালি প্রবাসী লন্ডন, মঞ্জু, রাজ, বাবু, শিপলু, আরিফ, সোহেল, ইমাদুল, কাজল, জুয়েল, মিতুল, রাজু, মুন, যুগোল, পলাশ, লাবু প্রমূখ সহ মহল্লার অধিকাংশ মধ্যবয়সী-যুবক-তরুণরা পালাক্রমে এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন। পৌরবাসীর মধ্যে এই কর্মসূচী ব্যাপক সাড়া ফেলেছে এবং অন্যান্য মহল্লার বাসিন্দাদের এমন কর্মসূচি গ্রহণে আগ্রহী করে তুলছে।এ বিষয়ে কলেজপাড়ার ৩ ও ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা তাদের সাদুবাদ জানিয়েছেন।
Leave a Reply