প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিবছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার ওপর নির্ভর করেই বিএনপির আমলে বাজেট হতো।
বর্তমানে শেখ হাসিনার সুদক্ষ ও ভবিষ্যতমুখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে। বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ-সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি।
বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে সবই চর্চা করেছে এবং করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপিকে চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট। সাম্প্রদায়িকতা, ভারতবিরোধিতা, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার, মিথ্যাচার বিএনপি এখন হালে পানি পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশ-বিদেশে চলছে তাদের নানান ষড়যন্ত্র।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির রাজনৈতিক মানস জুড়ে অনিয়ম আর সম্পদ লুণ্ঠনের প্রতিচ্ছবি উল্লেখ করে বলেন, তাই তো বিএনপি হেলুসিনেশনে ভুগছে। হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহীনে নিয়ে যেতে চায়। কিন্তু দেশের জনগণ বিএনপিকে সে সুযোগ আর দেবে বলে মনে হয় না।
হকার্স লীগের আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ হকার্স লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
পদ্মা সেতুর বাস্তবায়নের অগ্রগতি ৯৩ ভাগ ॥ এর আগে রবিবার বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা সাড়ে ৯৩ ভাগ।
ওবায়দুল কাদের জানান, কর্ণফুলী নদীর তলদেশে দুইটি টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যরে প্রথম টানেল টিউবের রিং প্রতিস্থাপনসহ ৮১৫ মিটার রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যরে দ্বিতীয় টানেল টিউবের ১ হাজার ৬১০ মিটারের বোরিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।
সেতু বিভাগের সচিব মোঃ আবু কবর ছিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply