আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার,স্নিগ্ধা দাস আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিক্রয় কর্মসুচি পরিদর্শন করেছেন।গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে,জেহালা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন,এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা, জেলাহা ইউনিয়নের চেয়ারম্যান শিলন,মেম্বার গন ও চালের ডিলার উপস্থিত ছিলেন। এর পর বেলা সাড়ে ১১ টার দিকে আইলহাস ইউনিয়নের চাল বিক্রয় দেখতে যান,সে সময় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইউপি সচিব,মেম্বার ও ডিলার উপস্থিত ছিলেন, ক্রেতা সাধারন কে জিজ্ঞাসা করেন কত টাকা কেজি চালের দাম নিচ্ছে তারা বলেন ১৫ টাকা কেজি দরে চাল ক্রয় করছে। এখান থেকে খাসকররা ইউনিয়ন চেয়ারম্যান তাফসির আহমেদ লাল ,নাগদহ ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল, ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম এবং কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, ইউপি সচিব,ডিলার উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার বিক্রয় কেন্দ্র পরিদর্শন কালে ডিলারদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত দামে চাল বিক্রয় করলে তাৎক্ষনিক সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে, ইউপি চেয়ারম্যানগন দের তদারকি করতে অনুরোধ জানান।চাল বিতরন পরিদর্শনে নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply