আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) কানু চন্দ্র বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জরুরী মোবাইল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বেলা সাড়ে ৩ ঘটিকার সময় আলমডাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ডের দারুস সুন্নাহ নুরানী একাডেমী কাছারী পাড়া মাদ্রাসার অফিস কক্ষের সামনে হতে আসাননগর গ্রামের মোঃ হাসান শেখের ছেলে মোঃ আরাফাত হোসেন (১৯) আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাকে চোরাই ৩ (তিন) টি চায়না ভ্যানের ব্যাটারী, যাহার মূল্য অনুমান ৭৫,হাজার টাকাসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। বেশ কিছুদিন আরাফাতের মা তার ছেলে হারিয়ে গেছে বলে দাবি করে আসছিল, এবং দামুড়হুদা থানায় একটি সাধারন ডায়রি করেছিল। সে বহুদিন থেকে জানিয়ে আসছে তার ছেলে আলমডাঙ্গা থানায় কাজ করতো, বিশেষ করে আফিসারদের ফাই ফরমাস পালন করতো বলে জানিয়ে আসছে,পরে এস আই রাসেদ দামুড়হুদা থানায় বদলি হলে সে তাকে নিয়ে যায় বলে জানায় তার মা। কিন্ত ধোয়াসা পরিস্কার করে গতকাল আরাফাতকে চোরাই মালামাল সহ পুলিশ আটক করে। সে দীর্ঘদিন লোক চক্ষুর অন্তরালে চুরি,ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে ছিল বলে জানা গেছে। পরে তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হবে।
Leave a Reply