এম আনোয়ার হোসেন নিশি, মিরপুর থেকে ॥ স্বাধীনতার মহান স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ত্যাগী নেতা তাছের আলী মন্ডলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগষ্ট২০২৩) বিকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী ও সংগ্রামী সভাপতি তাছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক বিশ্বাস, উপজেলা তাঁতীলীগের সভাপতি আমিরুল ইসলাম হাসেম মহরী, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডঃ মর্জিনা খাতুন। ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হাসান বাহালুল এর পরিচালনায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন বশির উুিদ্দন জশির, মজিবুল হক দরজি, আবুবক্কর প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শোকসভা শেষে দোয়া মোনাজাত এবং ত্ববারক বিতরণ করেন।
Leave a Reply