ঢাকা অফিস ।। বাজারে প্রায় সব পণ্যরে দাম বাড়ত।ি আদা, রসুন, মসলার মতো নত্যিপণ্যরে পাশাপাশি লাগামহীন ছুটছে অন্য ভোগ্যপণ্যরে দামও। ব্যবসায়ীরা প্রধানত দায়ী করছনে ডলার সংকট ও এলসি খোলার সমস্যাক।ে এর মধ্যে রাশয়িা-ইউক্রনে যুদ্ধ ফলেছেে বাড়তি চাপ।ে চলতি বছর দশেরে পণ্য আমদানওি কমছেে উল্লেখযোগ্য হার।ে যার একটি বড় প্রভাব পণ্যরে দামে পড়ছে বলে মনে করনে ব্যবসায়ীরা। বাজার বশ্লিষেকরা বলছনে, পণ্য আমদানি কমার কারণে স্বাভাবকিভাবে যতটুকু সংকট তরৈি হয়ছে,ে এর চয়েে কয়কেগুণ বড়েছেে পণ্য মূল্যস্ফীত।ি আমদানি সংকটরে অজুহাতে অনতৈকিভাবে পণ্যরে দাম বাড়ানোর প্রবণতা রয়ছেে ব্যবসায়ীদরে। এ ছাড়া আছে সন্ডিকিটেরে প্রভাব। বাংলাদশে ব্যাংকরে হালনাগাদ প্রতবিদেন অনুযায়ী, গত র্অথবছর (২০২২-২৩) দশেে ৬ হাজার ৯৫০ কোটি ডলাররে পণ্য আমদানি হয়ছে,ে যা এর আগরে র্অথবছররে চয়েে প্রায় ১৬ শতাংশ কম। আগরে র্অথবছর (২০২১-২২) আমদানরি পরমিাণ ছলি ৮ হাজার ২৫০ কোটি ডলার। কাস্টম হাউস ও শুল্ক স্টশেনগুলোর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ র্অথবছরে পণ্য আমদানি হয়ছেে ১৩ কোটি ৩১ লাখ টন। যখোনে ২০২১-২২ র্অথবছরে আমদানি হয়ছেলি ১৩ কোটি ৮২ লাখ টন। সইে হসিাবে এক বছররে ব্যবধানে আমদানি পণ্যরে পরমিাণ কমছেে ৫১ লাখ টন বা ৩ দশমকি ৭১ শতাংশ। দশেে সবচয়েে বশেি পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দয়ি।ে ২০২১-২২ র্অথবছরে চট্টগ্রাম বন্দর দয়িে আমদানি হয় ৯ দশমকি ২১ মট্রেকি টন পণ্য। ২০২২-২৩ র্অথবছরে আমদানি কমছেে ৩ দশমকি ৮৬ শতাংশ। তবে আমদানি কম হলে ব্যয়ও কমার কথা। কন্তিু উল্টো খরচ বা আমদানি ব্যয় বড়েছেে ১০ দশমকি ০৫ শতাংশ। ২০২২-২৩ র্অথবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় হয়ছেে ৬১ হাজার ৬৩২ দশমকি ৬৬ কোটি টাকা। ২০২১-২২ র্অথবছরে রাজস্ব আদায় হয়ছেলি ৫৯ হাজার ১৫৯ দশমকি ৮৩ কোটি টাকা। ২০২২-২৩ র্অথবছরে প্রবৃদ্ধি র্অজতি হয়ছেে ৪ দশমকি ১৮ শতাংশ। চট্টগ্রাম কাস্টম হাউস দয়িে শুল্কায়নরে তথ্য অনুযায়ী, ২০২২-২৩ র্অথবছরে আমদানি হয় ৮ দশমকি ৮৫ কোটি মট্রেকি টন পণ্য। জানা যায়, গত বছর বশেি কমছেে শল্পিরে কাঁচামাল, বলিাসবহুল পণ্য ও ভোগ্যপণ্য আমদান।ি এ তনি খাতরে ব্যবসায়ীরাই যার প্রধান কারণ হসিবেে ডলাররে মূল্যবৃদ্ধি ও সংকটরে কথা বলছেনে। এ ছাড়া গত র্অথবছররে বশে কছিু সময় বলিাসীপণ্য ও অপ্রয়োজনীয় পণ্যরে করভার বাড়ানো, আমদানি নয়িন্ত্রণ এবং ৩০ লাখ ডলাররে বশেি ঋণপত্র খোলার বষিয়ে তদারকরি কারণে আমদানি কমছে।ে
বাজাররে তথ্য বলছ,ে আমদানি সংকটে সবচয়েে বশেি দাম বড়েছেে খাদ্যপণ্যরে। ট্রডেংি করপোরশেন অব বাংলাদশেরে (টসিবি)ি তথ্য বলছ,ে গত এক বছররে ব্যবধানে আমদাননির্ভির চনিরি দাম বড়েছেে ৫১ শতাংশ। এ সময় ৮৫ থকেে ৯০ টাকার চনিি হয়ছেে ১৩৫ থকেে ১৪০ টাকা। এ ছাড়া বাজারে গুঁড়া দুধরে দাম ১৭ শতাংশ, ধন,ে জরিা, লবঙ্গরে মতো গরম মসলার দাম ৫১ শতাংশ র্পযন্ত বড়েছে।ে
এছাড়াও আদা-রসুনরে দাম রর্কেড পরমিাণ বড়েছে।ে আদার দাম প্রায় সাড়ে ৩শ শতাংশ এবং রসুনরে দাম ৮৭ শতাংশ বশে।ি একশ টাকার মধ্যে বক্রিি হওয়া এসব নত্যিপ্রয়োজনীয় পণ্য কজেতিে এখন ৩০০ থকেে ৪০০ টাকায় ঠকেছে।ে
আবার কাঁচামাল আমদানি কম হওয়ায় বাজারে মূল্যবৃদ্ধরি প্রভাব ছলি রড ও ইস্পাত পণ্যরে। তথ্য বলছ,ে গত এক বছরে প্রতি টন রডরে দাম প্রায় ২৫ হাজার র্পযন্ত বড়েে লাখ টাকা ছাড়য়িছে।ে একই অবস্থা লখোর কাগজরে ক্ষত্রেওে। গত এক বছরে লখোর কাগজরে দাম বড়েছেে ৪৪ শতাংশ।
এ ছাড়া গত এক বছরে প্রাণী খাদ্যশল্পিরে কাঁচামাল, খাদ্যপণ্য প্রক্রয়িাজাত শল্পিরে কাঁচামাল, তরলীকৃত প্রাকৃতকি গ্যাস, ডজিলে ও র্ফানসে অয়লে, প্লাস্টকি পণ্য ও ইলক্ট্রেনক্সি পণ্যরে মূল্যবৃদ্ধরি কারণ হসিবেে আমদানি সংকটরে কথা জানয়িছেনে ব্যবসায়ীরা।
Leave a Reply