কাগজ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে নন্দলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে চড়াইকোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের নেতৃত্বে এক বিশাল সমাবেশ ও আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণের সভাপতিত্বে শোকাবহ আগষ্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমারখালী–খোকসা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীযুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, এলাকার অনেক উন্নয়ন হয়েছে। রাস্তা হয়েছে, স্কুল ভবন হয়েছে, কালভার্ট হয়েছে। সে সব বিষয়ে কেউ কিছু বলে না। যেখানে করা হয়নি বা বাকি আছে সে বিষয়গুলোই বার বার তুলে ধরা হয়। তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে আমার সাধ্যমত কুমারখালী–খোকসা এলাকার উন্নয়ন করবো। তিনি বলেন, আজকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে এবং ঐক্য থাকলে আবারও রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছেন। এতে কোন সন্দেহ নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উল্লেখ্য করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন দলীয় কোন্দল নয়। আমরা সকলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কুমারখালী–খোকসা এলাকার উন্নয়নের জন্য কাজ করবো। পেছনে কোন সমালোচনা না করে যার যার ক্ষোভ, অভিযোগ আছে সব ভুলে যাই। এবং জননেত্রী শেখ হাসিনা যাকে এই আসনে নৌকার মনোনয়ন দেবেন আমরা সকলেই তার পেছনে কাজ করবো, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌচেঁ দেই। তিনি বলেন, এই নন্দলালপুর ইউনিয়ন এক সময়ে সন্ত্রাসীদের অভ্যায়রন্য ছিল। সন্ধায় মানুষ ঘর থেকে বের হতে পারতো। রেলব্রীজের কাছে প্রতি রাতে সর্বস্ব হারিয়ে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। বাজার করে বাড়ী যেতে পারতো না। আজ সে অবস্থা নেই। এটা এক দিনে আসেনি, দিনে দিনে আইনশৃংলা বাহিনী এলাকাবাসীর সহযোগীতায় সেই সকল সন্ত্রাসীদের দমন করতে সক্ষম হয়েছে। এমন শান্তিপুর্ণ পরিবেশ যদি আমরা ধরে রাখতে চাই, তা হলেই অবশ্যই নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। ওই বিএনপি–জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় গেলে আবারও অসংখ্য মানুষের প্রাণ হানি হবে। সম্পদ নষ্ট হবে। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত করতে চেয়েছিল। এ দেশের প্রগতিশীল শক্তিকে বিনাশ এবং বাঙ্গালীকে রাষ্ট্রক্ষমতাচ্যুত করতে এবং সর্বপরি আওয়ামীলীগকে নিশ্চিহ্ণ করতে জাতির জনককে স্ব পরিবারে হত্যা করেছিল। মহান আল্লাহপাকের অশেষ রহমতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে যায়। পিতার অসমাপ্ত দেশ গড়ার কাজে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন। সারাদেশের আওয়ামীলীগের নেতা কর্মিদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। আজ বাংলাদেশ উন্নত থেকে উন্নয়শীল দেশে রুপান্তর হয়েছে। পরিশেষে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও যুবলীগ হারুন, রফিক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মসলেম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।
Leave a Reply