আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় টেক ভিশন আইসিটি কেয়ার কর্তৃক ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলমডাঙ্গার ষ্টেশন এলাকার আশু-নান্নু-টগর সড়ক সংলগ্নে ১৪ আগষ্ট সোমবার বেলা ১১ টার দিকে টেক ভিশন আইসিটি কেয়ার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে অতিথিদের আসন গ্রহণ।বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুল উপহার,কলম ও স্কেল তুলে দেয়া হয়। পবিত্র কোরান তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও অন্যান্য সঙ্গীত পরিবেশন করা হয়।অতপর শিক্ষার্থীদের বক্তব্য চলে। বিদায়ী অনুষ্ঠানে টেকভিশন আইসিটি কেয়ারের পরিচালক গিয়াস উদ্দিন শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন আলমডাঙ্গার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক ও কবি এম. জামিরুল ইসলাম খান জামিল। তিনি তার বক্তব্যে বলেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তারা পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের আধা ঘণ্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে। সিটপ্লান দেখে বসে খাতা পাবার পরে নিজ নিজ রোল,রেজিঃ নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করবে।তারপর পুরো প্রশ্ন পড়ে যেটি তোমার সহজ হবে সেটা থেকেই উত্তর লেখা শুরু করবে।মনোযোগ সহকারে সকল প্রশ্নের উত্তর লেখা শেষে রিভিশন করবে। কেননা সামান্য একটু ভুলে একটি বছর পিছিয়ে পড়বে। তোমাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে স্কুল,কলেজে পাঠায়। তোমাদের সফলতা আমাদের সকলের গর্ব। তোমরা পৌঁছে যাও সর্বোচ্চ স্বর্ণ শিখরে। এগিয়ে যাবে মানবতার সেবায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোজাম্মেল হক, শিক্ষক আমিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর,শরীফ ইসলাম শরীফ, নাহিদ হাসান তমাল। আরো উপস্থিত ছিলেন জুথি, তিশা, শাপলা, শামীমা, মারিয়া, রিক্তা, শাপলা,মুক্তা, রিতা, রতœা, ইমা, লাবনী, তামান্না, লামিয়া, মৌ, মনিরা, সোনিয়া, সৌরভী, খুশি, আমেনা, জান্নাতুল, সুমাইয়া, সুয়াইব,বাবুল সোহাগ, আইয়ুব, আলাউদ্দিন, সানভি সালিন, ইমন, ইয়াসিন, ইমরান, রাতুল জামিল, রোকন, রাফি, জিহাদ, চঞ্চল, রাজ, অনিক, লিজন, আদিল, আকরাম, সাদিয়া,ফারজানা, জেরিন, বিথি শিলা, আয়েশা, তামান্না, সান্তনা , লিমন, লামিয়া, মিম, অন্তরা, সাথী ইয়াসমিন প্রমুখ।
Leave a Reply