আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা গোবিন্দপুর শহীদ টগর ক্লাবের উদ্যোগে দক্ষিনপাড়া জামে মসজিদে বাদ আসর শহীদ খন্দকার জামসেদ নুরী টগর ও শহীদ খন্দকার আশরাফ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আলো মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন।তিনি বলেন আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার ৫২ বছর পরও গোবিন্দপুরের দুই কৃতি সন্তান যারা বুকের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে,যাদের আত্মত্যাগে আমরা একটা পতাকা পেয়েছি,আমরা এমপি,মন্ত্রী,সচিব,ডিসি, এসপি হচ্ছি,কিন্ত তাদের মৃত্যু দিবসেও তাদের স্বরন করা হয় না।আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদও তাদের নিয়ে কোন আলোচনা বা স্বরন সভা করে না।আমরা লেখাপড়া শিখে যতটুকু জানেছি আলমডাঙ্গায় সবচাইতে বড় সম্মুখ যুদ্ধ হয়েছিল সুকচা বাজিত পুরে এবং কাকিলাদহে।সুকচা বাজিত পুরে যেখানে বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামসেদ নুরী টগর শহীদ হয়েছিল,সেই যুদ্ধে মাত্র ৮/৯ জন মুক্তিযোদ্ধা একটি মেশিন গান সহ এসএলআর,ত্রি,নট,ত্রি রাইফেল নিয়ে পাকিস্তানের ৩৫ জন প্রশিক্ষিত সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করে প্রথমে তাদের পরাস্ত করেছিল,পরে তারা হেবি মেশিনগান, লাইট মেশিন গান,চাইনিজ একে ফরটি সেভের সহ অত্যাধুনির অস্ত্রের মুখে পিছু হটতে বাধ্য হয়।কিন্ত শহীদ টগর তখনও অস্ত্র গুছিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করতে গিয়ে পাক সেনাদের বুলেটে ঝজরা হয়ে যায় তার দেহ।আরও দুঃখ জনক ঘটনা শহীদ টগরের লাশ গরুর গাড়ীতে পা উপরে মাথা নিচে টাঙ্গিয়ে পাকিস্থানী আর্মি ও বিহারী, রাজাকার আলবদররা সারা আলমডাঙ্গা ঘুরিয়েছিল,এবং টগরের পিতাকে ধরে জিজ্ঞাসা করেছিল এই লাশ কার তখন সে বলেছিলেন আমি চিনি না। অন্যজন খন্দকার আশরাফ শহীদ টগরের আপন খালাত ভাই সেই আলমডাঙ্গার ১২ নভেম্বর যুদ্ধে পাক সেনাদের বুলেটের আঘাতে শহীদ হয়েছিলেন।দুজনই অত্যন্ত শাহসী ছিলেন,দেশ প্রমিক ছিলেন।সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদ টগরের চাচাত ভাই খন্দকার হামিদুল ইসলাম আজম,বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,শহীদ টগরের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামসেদ নুরী বকুল,আলমডাঙ্গা বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব রবিউল ইসলাম পকো,প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,সহ মুসুল্লিগন।সভা শেষে দোয়া পরিচালনা করেন গোবিন্দপুর দক্ষিন পাড়া জামে মসজিদের পেষ ইমাম হাফেজ মওঃ হজরত আলী।দোয়া শেষে তবারক বিতরন করা হয়।
Leave a Reply