আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ১জন।
জানাগেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধা সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার গড়চাপড়া পশ্চিমপাড়া মোঃ মনোয়ার হোসেন চুনোর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে গড়চাপড়া মাঠপাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ দুদু মিয়া (১৯) কে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply