ওলি ইসলাম, ভেড়ামারা ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে পুলিশ উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মসজিদপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আকরাম শাহ (২১) মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকারপাড়ার মৃত মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৮ থেকে ১০ জন যুবক দুপুরের দিকে আকরামকে তুলে নিয়ে যায়। এরপর তারা তাঁকে হেদায়েত আলীর আমবাগানের একটি গাছে বেঁধে দুই ঘণ্টা ধরে স্টাম্প, বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। আকরামের নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বিকেল ৪টার দিকে তাঁকে তাঁর আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়। বাড়িতে নিয়ে আসার পর রাত ১১টার দিকে আকরামের মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে।
নিহতের চাচা বিশারত আলি শাহ্ বলেন, বৃহস্পতিবার দুপুরে তানজিল, লিখন, হাসিবুল, রাজন, রুকোন ও সজলসহ ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
Leave a Reply