মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড’এর উদ্যোগে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও (কৃষিবিদ) আব্দুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক তোহিদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন। প্রধান অতিথি কামরুল আরেফিন বলেন যে কোন মূল্যে নকল ও ভেজাল প্রতিরোধে কৃষি অফিসারদের কৃষকের দ্ধারপ্রান্তে যেতে হবে, তাদের আরো সচেতন করতে পারলে-ই-কৃষি খ্যাতে কৃষি বিল্পব সম্বব হবে। তবে কৃষি ডিলারদের কঠোর ভাবে আমি অবগত করছি,যারা ভেজাল ও নকল কিটনাশক বাজারজাত করেন আর যদি কোন কৃষক ক্ষতিগুস্ত হয়, ঐ কৃষক কার দোকান থেকে ভেজাল ও নকল কিটনাশক ক্রয় করেছে,-তার কপালে কিন্তু দুঃখ আছে। মনে রাখবেন সরকারের ২০৪১ সালের ভিশন অনুযায়ী সকল সেক্টরে উন্নযন করতে হবে এবং স্মমার্ট বাংলাদেশ গড়তে সকলকে এক সাথে কাজ করতে হবে, ভেজাল ও নকল পণ্য বিক্রয় করে আপনারা কোন ভাবেই দেশের উন্নয়নকে বাধাগুস্ত করবেন না, সাবধান হয়ে যান। আচ্ছা- একটু ভেবে দেখুন তো,- কয়টা টাকার বিনিময়ে ঐ কৃষকে- কি-ক্ষতি- টাই-না- আপনি করছেন..?। একটু ভাবুন ঐ কৃষক-কৃষানী কিন্তু আপনার আমার আতœীয় তাই সাবধান। আলহাজ্ব কামারুল আরেফিন কৃষি অফিসারের উদ্দ্যেশ্যে আরো বলেন বিশে^ যা-কিছু অর্জন অদ্ধেক তার নারী অদ্ধেক তার পুরুষ। আপনারা আমাকে ১০ জন নারী কৃষক দিবেন- তাদের কাজ স্বচক্ষে দেখে আমি তাদের পুরস্কৃত করবো, যেন অন্যান্য নারী কৃষানীবৃন্দ বেশি আগ্রহ প্রকাশ করেন এবং আরো বেশি নারী কৃষানী হতে উৎসহী যোগাবে। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের হেড অফ প্রোজেক্ট সিকিউরিটি মেজর (অবঃ) জামাল হায়দার তিনি তার মূল প্রবন্ধে বলেন নকল প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট কর্তাবৃন্দ যদি আরো সচেতন হতেন- তাহলে দেশে ৫ থেকে ৭ হাজার কোটি টাকার মুনাফা অর্জন সম্বব। এই নকল ও ভেজাল প্রতিরোধ হলে বিদেশ থেকে আর ঋণ করার কোন প্রয়োজন হতে ই পারে না। তাই কৃষি সেক্টরকে আরো উন্নয়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন ডিলারবৃন্দ যেন নকল কিটনাশক বিক্রয় করতে না পারেন- তার জন্য সকলকে সজাগ রাখতে হবে। কৃষক যেন নকল ও ভেজাল কিটনাশক ব্যবহার না করেন তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে ডিলার ও কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকতাদের নিয়ে আলোচনা সভা সকল উপজেলার আমরা করে-ই-চলেছি। এই আলোচনা সভার মাধ্যমে নকলের বিরুদ্ধে কৃষক যেন গণ আন্দেলন করতে পারেন তার জন্য আমাদের কোম্পানি সব ব্যবস্থা গ্রহন করবেন। নিশি সংবাদ (১০ আগষ্ট২০২৩) বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, জেলা সার ডিলার মালিক সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল আলম বাচ্চু, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের ডিমান্ড প্লানিং ম্যানেজার আনিসুল্লাহ্ হাসান, প্রশিক্ষণ কর্মকর্তা অভিনয় সাহা সৌম, পরিবেশক ছিলেন শাহ্ আলম, শফিকুল ইসলাম আজম, এ সময় প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply