আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২হাজার ১শত ১টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।গতকাল সকাল ১০ টার সময় উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান করে গৃহ ও জমি হস্তার করেছেন।এ পর্যন্ত আলমডাঙ্গা উপজেলায় ১ম,২য়,৩য় ও ৪র্থ ধাপে সেমি পাকা একক গৃহ নির্মান করা হয়েছে ১৯২ টি।হারদী ইউনিয়নে ২৩ টি,কালিদাশপুর ইউনিয়নে ৬টি,জামজামিতে ৭টি,কুমারিতে ৭টি,খাসকররাতে ২০টি,বাড়াদীতে ৬টি,নাগদাহতে ১২টি,আইলহাসে ৭টি,বেলগাছিতে ১৪টি,চিৎলাতে ২৩টি,ডাউকিতে ৪টি,গাংনীতে ২০টি,খাদিমপুরে ৩১টি,ভাংবাড়িয়ায় ১২ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তাতর করা হয়েছে।সরকার উন্নয়ন করছে।আপনারা নৌকায় ভোট দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখুন।নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান আমরা আলমডাঙ্গা উপজেলা সম্পুর্ন গৃহহীন মুক্ত ঘোষনা করছি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মার্জাহান নিতু,কৃষি অফিসার রেহানা পারভীন ,থানা অফিসার ইনচার্জ তদন্ত ফরিদ উদ্দিন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,কৃষি সম্প্রসার অফিসার সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ ও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা। শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রকল্প কর্মকর্তা এনামুল হক,আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান ,ডাঃ মঞ্জুরুল হক বেলু,বিআর ডিবি কর্মকর্তা সায়লা সারমিন,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস,পল্লিবিদ্যুতের ডিজিএম আবু হাসান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন, প্রভাসক শরিয়তুল্লাহ,মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুরুল হক বেলু,,উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ,যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন,আনছার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম,প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক হামিদুল ইসলাম আজম,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,ও উপকার ভোগীগন প্রমুখ।
Leave a Reply