আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় মাদক দ্রব্য অধিদপ্তরের একটি চৌকস টিম, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা কালে, গাঁজা সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। এবং তাদের নিকট থেকে আনুমানিক ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদ তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ৪ মাদক সেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) জনের প্রত্যেককে ১ (এক) বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা এর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাহারা খাতুন, সহকারি পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply