কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কার্যনির্বাহীক মিটিরদ্বি-বার্ষিকনির্বাচন (২০২৩-২৪) সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার, ইবি কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের বিদায়ী মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা। ৩৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি এবং ১৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের মধ্যে উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি ও ইবি চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোঃ রবিউল ইসলাম এবং ইসলামী বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি ওইবি এস্টেট অফিস প্রধান মোঃ শামছুল ইসলাম জোহা। উল্লেখ্য ঢাকা শেওে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম প্রশাসনিক ভবনের চতুর্থ তলার হলরুমে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এ কার্যনির্বাহী কমিটিরদ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
Leave a Reply