মিরপুর প্রতিনিধি ॥ সদ্য যোগদানকারী কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজার মতবিনিময় সভা সোমবার সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ম হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভার উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সূশীল সমাজ ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভা শেষে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, প্রধান আলোচ্যক ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি আলহাজ্ব এড.আব্দুল হালিম, মিরপুর পৌরসভার মেয়র আলহাজ এনামূল হক মালিথা, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও মর্জিনা খাতুন,¡ সহকারী, কুরান তেলাওয়াত করেন মিরপুর মডেল মসজিদের ইমা হাফেজ মাওলানা মো: মুফতি তানভিরুল ইসলাম,গীতা পাঠ করেন বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কুটিশ্বর পাল। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, শিক্ষা পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ আহসানুল হক খান চন্দন চৌধুরী, চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী।মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ। ১৮৬ টি সেলাই মেশিন, ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত অসহায় রোগিদের মাঝে ৮২ টি ৫০ হাজার করে মোট = ৪১ লাখ টাকার চেক বিতরণ, ছাত্রীদের মাঝে ৩০ টি বাইসাইকেল, উপজেলা পর্যায়ে এস এস সি ও দাখিল মাদরাসায় সর্বোচ্চ জিপিএ+৫ প্রাপ্ত ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব স্বারক প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থাসহ মিরপুর উপজেলার ৫৪ টি ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (মাধ্যমিক) ও (প্রাথমিক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও প্রাথমিকে বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান করেন। এছাড়াও হ্যান্ডবল, ক্রিকেট খেলাধুলা সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও কৃষকদের মাঝে বীজ সার ও গাছের চারা বিতরণ করেন।
Leave a Reply