ইবি প্রতিবেদক ॥ ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিতে চীনে পৌঁছেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার। তিনি ১০০ মিটার হার্ডলস ইভেন্টে অংশ নেবেন। এ আসরে বাংলাদেশ থেকে দুজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অনেকেই অংশ নেওয়ার সুযোগ আছে। তবে ব্যয় বহুল হওয়ায় কম অংশ নেন। অলিম্পিকের পরে খেলার এটিই বিশ্বের দ্বিতীয় বড় আসর। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে তামান্নার অংশগ্রহণ গৌরবের বিষয়। চীনের চেংদু ইউনিভার্সিয়াডে ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা ১৮টি ইভেন্টে অংশ নেবেন। ইভেন্টগুলো ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। চেংদু শহরে শুক্রবার (২৮ জুলাই) শুরু হয়েছে ৩১তম ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। করোনা মহামারির কারণে দুবার স্থগিত হওয়ার পর দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছ্যংতুতে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এ গেমস। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। গত আসরে বাংলাদেশ থেকে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জহির এবং ইবির তামান্না এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
Leave a Reply