কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী
জান্নাতুল মাওয়া সোহার সন্ধান পাচ্ছে না পরিবার। জানা গেছে, চলতি মাসের ৩ এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত সোহার মামা সোহেল রানা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অপহরণ মামলা দায়ের
করেন। যার নাম্বার ৩ তারিখ ৭/৭/২৩। মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই
সন্ধ্যা ৬ টায় নিজ বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে একাকী হাটাহাটি করছিল সোহা।
সেই সময় পূর্ব থেকেই ওৎ পেতে থাকা পারভেজ আলী সরদারসহ অজ্ঞাতনামা ১০/১২ জন
মুখোশধারী সন্ত্রাসীরা জোরপূর্বক সোহা কে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর
পারভেজ আত্মগোপনে রয়েছে। অভিযুক্ত পারভেজ চন্ডিপুর মধ্যপাড়ার আব্দুল হালিম
সরদারের ছেলে। জান্নাতুল মাওয়া সোহার সন্ধান না পেয়ে মা হ্যাপী আক্তার অসুস্থ
হয়ে পড়েছেন। মামলার বাদী সোহেল রানা বলেন, পারভেজ একজন মাদকাসক্ত। ভাগ্নী কে
অপহরণের ঘটনায় মামলা দায়ের করলে হালিম মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে।
মামলা প্রত্যাহার না করলে পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এই হালিম কে
জিজ্ঞাসাবাদ করলেই সোহার সন্ধান মিলবে দাবী করেন সোহেল রানা। বর্তমানে চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে অপহৃত সোহার পরিবার।
Leave a Reply