দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে প্রস্তাবতি প্রাগপুর স্থলবন্দর বাস্তবায়নে প্রায় এক যুগ ধরে শুধু তৎপরতা চললেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো আপত্তি নেই। অথচ সরকার নতুন করে যে ছয়টি স্থলবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে তার মধ্যে কুষ্টিয়ার প্রাগপুরের নাম রয়েছে সবার প্রথমে। স্থলবন্দরটি চালু হলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাগপুরের স্থলবন্দর বাস্তবায়নে অবকাঠামো তৈরির ক্ষেত্রেও দু’দেশের সরকারের বড় বাজেটের অর্থ বরাদ্দের দরকার হবে না। মহাসড়ক
কাছাকাছি হওয়ায় অনায়াসে পণ্য আমদানি-রপ্তানির মতো অনুকূল পরিবেশ রয়েছে। শুধু মাথাভাঙ্গা নদীর ওপর ছোট্ট একটি সেতু নির্মাণ করা দরকার। সরেজমিনে দেখা গেছে, এপারে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ওপারে ভারতের নদীয়া জেলার শিকারপুর। মাঝখানে সরুফিতার মতো বয়ে চলেছে
মাথাভাঙ্গা নদী। প্রাগপুর থেকে লালনশাহ সেতু হয়ে জাতীয় মহাসড়ক মাত্র ২০ কিলোমিটার। ওপারে পশ্চিমবঙ্গের শিকারপুরে ভারতের জাতীয় মহাসড়ক। এদিকে এপারে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর আর ওপারে ভারতের নদীয়া জেলার শিকারপুর। মাঝখানে সরু ফিতার মতো করে চলেছে মাথাভাড়া
নদী। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিও বহন করে চলেছে প্রাগপুর-শিকারপুর সীমান্ত। মুক্তিযুদ্ধের সময় প্রাগপুর সীমান্ত নিয়ে দলে দলে বাঙালিরা ওপারে যান যুদ্ধের ট্রেনিং নিতে আবার কেউ নিরাপদ আশরার খোঁজে। প্রাগপুর। অর্থনৈতিক ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হওয়ায় ঐতিহাসিক গুরুত্বপুর্ণ বিবেচনায় ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর বিষয়টির গুরুত্বপুর্ণ সহকারে বিবেচনা করা হয়। সে অনুযায়ী তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কুষ্টিয়া সফরে এসে প্রাগপুর সীমান্তে স্থলবন্দর স্থাপনের ঘোষণা দেন। এরপর প্রাগপুর সীমান্তে সরেজমিনে স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাই করে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। ভূমি জরিপসহ অন্যান্য কাজও হয়েছিল। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও প্রাগপুরের স্থলবন্দর স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার স্থলবন্দর নির্ধারিত এলাকা পরিদর্শন করেন বলে জানা গেছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, স্থলবন্দরটি বাস্তবায়ন হলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে আদায় হবে। সেই সাথে পুরো জেলাসহ স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এ বিষয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে নতুন করে যে ছয়টি স্থলবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে তার মধ্যে প্রাগপুর অন্যতম। এটি বাস্তবায়ন হলে শুধু দৌলতপুরের অর্থনীতি নয়, জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করবে। তবে স্থলবন্দর বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
Leave a Reply