মনোজিত মন্ডল,খোকসা থেকে ॥ কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়ন্তী হাজরা ও আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে ধোকড়াকোল কলেজ মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়ন্তীয় হাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল হাসমত (হাসু ) ,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ,কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান,খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র তারিকুল ইসলাম, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু ,শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন,জয়ন্তীহাজরা ইউনিয়নের সাবেক ইউ পি সদস্য আরিফুল ইসলাম নয়ন , খোকসা উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুস সালেহীন সুজন সহ প্রমূখ।
শান্তি সমাবেশে পরিচালনায় ছিলেন শাজাহান সিরাজ । খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে উপস্থিত সাধারণ জনগণকে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
সেই সাথে প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য গত কয়েকদিন যাবত উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের বিভিন্ন বক্তব্যে সাধারণ জনগণকে আশ্বস্ত করে বক্তারা বলেন, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। আর সেই লক্ষ্যেই আপনারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন এবং আওয়ামী লীগের ছায়াতলে সকলের একত্রিত হয়েছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথায় বিভেদ সৃষ্টি না করে নৌকা প্রতীকে ভোট দানে এগিয়ে আসবেন।
Leave a Reply