1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:25 am

কুমারখালীতে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদকের প্রকাশ্যে মারামারি ॥ দোকান-বাড়ি ভাংচুর-মালামাল লুট,এলাকায় উত্তেজনা

  • প্রকাশিত সময় Monday, April 19, 2021
  • 166 বার পড়া হয়েছে

 

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পদকের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আজম হান্নান আহত হয়েছেন। তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খানের সমর্থকদের দোকান, শো-রুম ও বাড়িতে হামলা-ভাংচুর এবং লুটপাট করেছে হান্নান সমর্থিতরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সোমবার সকালে দয়ারামপুর এলাকায় পদ্মা নদীর বাঁধের পাশের একটি জমি নিয়ে দুই পক্ষের উপস্থিতিতে জরিপ কাজ চলছিল। ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান সেখান থেকে চর জগন্নাথপুর এলাকায় যাওয়ার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আজম হান্নান, আব্দুল্লাহ আল বাকী বাদশা, মেহেদীসহ আরো ১৭/১৮ জন তার গতি রোধ করে অশালীন ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করতে থাকে। এক পর্যায়ে তারা চেয়ারম্যানকে মারতে যায়। এই খবর পেয়ে চেয়ারম্যানের স্বজন ও সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে ফারুক আজম হান্নানকে মারপিট করে। এতে হান্নানকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার সমর্থকেরা। অন্যদিকে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আজম হান্নান আহত হয়েছে এমন খবর পেয়ে হাশিমপুর বাজারস্থ ফারুক খানের সমর্থকদের দোকান, শো-রুম ও বাড়িঘরে ভাংচুর এবং লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন, ফারুক খানের সমর্থক নূর আলম জিকু। তিনি জানান, তার তিনটি দোকান ও একটি ওয়ালটন শো-রুমে ভাংচুর ও লুটপাট করেছে হান্নানের লোকজন। এ ছাড়াও আমিরুলের বাড়িতে ভাংচুর করেছে তারা। জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ খান বলেন, এলজিএসপি প্রকল্পের একটি কাজের নাম ফলক ভেঙ্গে ফেলার খবর পেয়ে দয়ারমপুর থেকে দুইটি মোটরসাইকে যোগে চর জগন্নাথপুর এলাকায় যাওয়ার পথে চর জগন্নাথপুর ব্রিজ এলাকায় যাওয়া মাত্রই ফারুক আজম হান্নান, আব্দুল্লাহ আল বাকি বাদশা, মেহেদী সহ আরো অন্তত ১৭/১৮ জন লোকজন আমার গতি রোধ করে ঘিরে ধরে অশালীন ভাষায় গালাগাল দেয় এবং মারতে উদ্যোত হয়। এক পর্যায়ে আমি নানাধরণের অনুনয় বিনয় করে ওই এলাকা থেকে চলে আসি। পরে এই খবর শুনে আমার স্বজন ও সমর্থকেরা এসে হান্নানকে মারধর করেছে বলে শুনেছি। এদিকে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আজম হান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার একজন সমর্থক জানিয়েছেন, তিনি (হান্নান) গুরুত্বর অসুস্থ, তার মাথা কেটে গেছে, একাধিক সেলাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, জমিজমা মাপজোককে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যানের সাথে। আমরা শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হান্নানকে তারা মেরেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো  হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এদিকে, উপজেলা আওয়ামী লীগের একজন প্রবীণ সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে কুমারখালীতে আওয়ামী লীগের দলীয় বিরোধ চরম আকার ধারণ করেছে। দলীয় বিরোধের জেরধরে উপজেলার বিভিন্ন গ্রামে ও পাড়া-মহল্লায় পাল্টাপাল্টি হামলা-হামলা ও দলীয় সভা সমাবেশ আয়োজন অব্যাহত রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে সাধারন সম্পাদকের ও সংসদ সদস্যের বিরোধ অনেকটাই প্রকাশ্য চলমান থাকায় তৃণমুল পর্যায়েও একই অবস্থা বিরাজ করছে বলে জানান ওই আ’লীগ  সমর্থক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640