কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের জিয়া মোড়ে অবস্থিত নজরুল ইসলামের হোটেল। শিক্ষার্থীদের কাছে বশির মামার হোটেল নামেই পরিচিত। প্রায় ৩০ বছর ধরে এ হোটেল চালিয়ে আসছেন তিনি। হোটেলের লভ্যাংশ থেকেই চলে তার সংসার। নজরুল ইসলামের (বশির) বাড়ি ক্যাম্পাস পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার শান্তিডঙ্গা গ্রামে। তার দুই ছেলে ও দুই মেয়ে। দোকানের টাকায় তার দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ক্যাম্পাসে থাকার সুবাদে বশির মামার সঙ্গে শিক্ষার্থীদের গভীর এক সম্পর্ক তৈরি হয়েছে। তার যেকোনো বিপদে পাশে দাঁড়ান শিক্ষার্থীরা। এরাই তার আশ্রয়স্থল।
জানা যায়, তার হোটেলে ৮-১০ জন কর্মচারী কাজ করেন। প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার টাকা বেচাকেনা হয়। উচ্চমূল্যের বাজারদরে হোটেল থেকে যে লাভ তা থেকে কর্মচারীদের বেতন দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যা লাভ হয় তা দিয়ে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকেন। ৩০ বছর ধরে হোটেল চালালেও তেমন সঞ্চয় করতে পারেননি। তাই কোনো দুর্ঘটনা কিংবা বিপদে পড়লে সহযোগিতা নেন শিক্ষার্থীদের থেকেই।
নজরুল ইসলাম (বশির) বলেন, ছাত্র-ছাত্রীরা সবাই আমায় খুব ভালোবাসে। আমি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন আইটেম রান্না করে খাওয়াই। যারা সাবেক ছাত্র তারাও আমাকে খুব ভালোবাসেন। আমার দোকানে কখনো কোনো বাধা বিঘ্ন আসেনি। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, তখন শিক্ষার্থীরা আমায় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিল। আমি এই ব্যবসা করে চারটা ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে বেঁচে আছি।
তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে একটু বেশি দামে খাবার বিক্রি করেও লাভ খুব একটা থাকছে না। শ্রমিকের বেতন দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানাই আমার এই খাবারের দাম বৃদ্ধি করা হোক আমি খাবারের মান ভালো করবো। আমি অসুস্থ মানুষ। প্রশাসন যদি আমার বিদ্যুৎ বিল মওকুফ করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো।
দোকানের কর্মচারী লিটু বলেন, আমি দীর্ঘদিন ধরে ওনার দোকানে কাজ করে আসছি। উনি খুবই সততার সাথে খাবার তৈরি করে থাকেন। আমাদের এখানে কোনো পঁচা-বাসি খাবার থাকে না। এখানে যত খাবার থাকে সব কিছুর গুণগত মান ঠিক রেখে তার সঙ্গে খাবার তৈরি করা হয়। উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার পকেটে যদি টাকা নাও থাকে তারপরও উনি অন্য কারো থেকে ধার করে হলেও আমাদের পারিশ্রমিক পরিশোধ করেন।
তিন দশকের এ যাত্রায় হাজারও শিক্ষার্থীর সঙ্গে একটি মেলবন্ধন তৈরি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে অতিপরিচিত মুখ নজরুল ইসলামকে সবাই বশির মামা নামেই চেনেন। সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসলেও পুরানো স্মৃতি রোমন্থন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন,আমাদের জিয়া মোড় সংলগ্ন শেখ রাসেল হলের সঙ্গেই আমাদের একজন মামা আছেন, তিনি বশির মামা। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর ধরে অবস্থান করছি মামার ব্যবহার অনেক ভালো। তার হোটেলের খাবারের মানও ভালো। দিন যায় দিন আসে কিন্তু বশির মামার জায়গায় থেকে গেছেন। অনেক প্রাক্তন শিক্ষার্থীরা তার সঙ্গে এসে দেখা করে যান এবং তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি যে সার্ভিস দিচ্ছেন তা হয়তো টাকা দিয়ে কেনা যাবে না।
Leave a Reply