মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় নারী জোট নেত্রী আফরোজা হক রিনা এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র পতœী, জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও নারীনেত্রী আফরোজা হক রিনা এমপি নির্বাচিত হওয়ায় রোববার সকাল সাড়ে ১০ টায় মিরপুর মহিলা কলেজ হলরুমে অত্র কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মিরপুর মহিলা কলেজের সভাপতি কারশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন-অর রশীদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সাগর খালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, মিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্তজা হোসেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, মিরপুর পৌর জাসদের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর ও জাসদ নেতা নাসির উদ্দীন টোকন। এসময় অন্যান্য’র মধ্যে আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, জাতীয় নারী জোটের মিরপুর উপজেলা শাখার নেত্রী সাবেক কাউন্সিলর শেফালী খাতুন, মোছাঃ লিপি খাতুন, মোছাঃ রুমানা খাতুন, জাতীয় যুবজোটের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মুক্তিছুর রহমান মির্জা, মিরপুর পৌর যুবজোটের নেতা মোস্তাফিজুর রহমান সুমন আহমেদ সহ মিরপুর মহিলা কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply