মনোজিত মন্ডল,খোকসা থেকে ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে
গতকাল বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে খোকসা বাস স্ট্যান্ড সংলগ্ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শান্তি সমাবেশে পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কুষ্টিয়া কুমারখালি ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুমারখালি পৌর মেয়র সামচ্ছুজ্জামান অরুন ,কুষ্টিয়া জজ কোটের সাবেক নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপুসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply