ইবি প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের ২০২৩-২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস এ দেয়াল, ডেস্ক ও টেবিল ক্যালেন্ডার প্রকাশ করে। আজ ১৬ জুলাই দুপুরে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, সদস্য-সচিব এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর আমান প্রমূখ।
Leave a Reply