স্পোর্টস ডেস্ক ।। ফিফা আন্তর্জাতিক দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজে দুর্দান্ত খেলেও স্বপ্ন ভঙ্গ বাংলাদেশ নারী ফুটবল দলের। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়।
রোববার দ্বিতীয় ম্যাচটিও গোলশূন্য ড্র হয়।
রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।
সিরিজ নির্ধারণের জন্য টাইব্রেকার হয়। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ট্রফি নিজেদের করে নেয় নেপাল।
টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে নেপাল চারটি গোল করেছে। বাংলাদেশ করেছে মাত্র দুটি। ফলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ট্রফির দখল নিল নেপাল। সফরকারী দলটির ট্রফি জয়ের নায়ক গোলরক্ষক রানা মাগার। তিনি নির্ধারিত সময়ের ইনজুরি সময়ে মাঠে নেমেছিলেন।
টাইব্রেকারে নেপাল প্রথম শট নেয়। সাবিত্রা ভান্ডারী প্রথম শটেই গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা ঝাঁপিয়ে পড়েও ধরতে পারেননি। বাংলাদেশের শামসুন্নাহারের শটও গোল হয়। গোলরক্ষক রানা মাগার বলের দিকে ঝাঁপিয়েও ধরতে পারেননি।
এরপর নেপালের হীরা কুমারী গোল করেন। শিউলি আজিমের শট রানা মাগার রুখে দেন। এবার গোলরক্ষক রানা মাগার নিজেই শট নেন। সাইড পোস্টে লেগে বল বাইরে চলে যায়৷ মারিয়া মান্ডার শট রানা মাগার সেভ করেন। নেপালের দীপা ও বাংলাদেশের মনিকা গোল করেন। নেপাল পঞ্চম শটে গোল করলে বাংলাদেশ হেরে যায়।
গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে এনেছিল বাংলাদেশ। ১০ মাস পর ফিফা প্রীতি সিরিজে সাবিনাদের হারিয়ে সেই ক্ষতে যেন প্রলেপ দিল তারা।
Leave a Reply