দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাত ঘটে দুই নারীসহ ৫জন আহত হয়েছেন এবং মারা গেছে একটি গরু। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, বৈরাগীরচর গ্রামে দুপুরে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। বজ্রপাতে শাজাহানের স্ত্রী আম্বিয়া খাতুন (৪০), জামশেদ প্রামানিকের স্ত্রী রহিমা খাতুন (৪২) ও তার ছেলে রবি (৭) এবং তফিকুল প্রামানিকের ছেলে রাসেল (২৫) সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে আম্বিয়া খাতুনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও রহিমা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাদের পরিবার সূত্র জানিয়েছে। বজ্রপাতে একই গ্রামের একতার মোল্লা নামে এক কৃষকের একটি এড়ে গরু মারা গেছে
Leave a Reply