শহর প্রতিনিধি ॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এক অভিযান চালিয়ে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের জ্যোতি ফিলিং ষ্টেশনে সামনে থেকে ৩২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়।
জানা যায়, র্যাব-১২’র কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক’র নেতৃত্বে একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় গতকাল বিকেলে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন রানাখড়িয়া গ্রাম সংলগ্ন মেসার্স জ্যোতি ফিলিং ষ্টেশন এর সামনে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মোঃ এরশাদুল হক (৩৪), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-পশ্চিম রায়গঞ্জ, থানা-নাগেশ^রী এবং মোঃ মোস্তাক (২৫), পিতা-মোঃ মাহাআলম, সাং-টেপারকুটি মোল্লাপাড়া, থানা-কচাকাটা, উভয় জেলা-কুড়িগ্রামকে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply