দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে রিন্টু হোসেন বাটুল (৩০) নামে বীর মুক্তিযোদ্ধার ওই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কামারপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রিন্টু হোসেন বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু কামারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি নির্বাচন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন আগে রিন্টু হোসেন বাটুল একই এলাকার হাসিব মেম্বরের ছোটভাই মুস্তাক হোসেন (৩২) কে মারপিট করে। এরই জের ধরে বুধবার রাতে বাগোয়ান কামারপাড়া এলাকায় একটি দোকানের পাশে রিন্টু হোসেন বাটুল দাড়িয়ে ছিল। এসময় মুস্তাক হোসেন পেছন থেকে হামলা করে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাটুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করেন। হত্যাকান্ডের ঘটনায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ ৪জনকে আটক করেছে। এদিকে বাটুলের মরদেহ গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে পৌঁছালে তাকে একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। পরে বাদ আছর নামাজে জানাযা শেষে নিজ গ্রামে বাটুলের দাফন সম্পন্ন হয়।
হত্যাকান্ডের বিষয়ে বদলি অর্ডার হওয়া দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এলাকার আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন আগে হাসিব মেম্বরের ছোটভাই মুস্তাককে মারপিট করে বাটুল। এরই জের ধরে মুস্তাক ধারাল অস্ত্র দিয়ে বাটুলকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে মুস্তাক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। নিহত বাটুলের লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হলে বাদ আছর বাটুলের দাফন সম্পন্ন হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
বিকেল অনুষ্ঠিত নিহত বাটুলের জানাযায় অংশ নেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্, সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদসহ দৌলতপুর আওয়ালীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
Leave a Reply