ইবি প্রতিবেদক ।। পারস্পরিক সহযোগিতা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎকর্ষতা আনয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন-কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, রাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মোঃ হুমায়ন কবীর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রাবি রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ইবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কাজী আখতার হোসেন, রাবি প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. জাহাঙ্গীর আলম সাউদ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, ইবি উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। #সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply