কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলা পরিষদের অর্থায়ণে উপজেলা পরিষদ ভবনের সামনে নির্মাণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের উদ্যোগে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে এই ম্যুরাল নির্মাণ করা হচ্ছে বলে জানাগেছে। দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান এই ম্যুরাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মান্নান খান বলেন, শহরের প্রবেশ মুখেই জাতির পিতার একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। ওখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবার উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হচ্ছে নতুন ডিজাউনের আরেকটি বঙ্গবন্ধু’র ম্যুরাল। এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, উপজেলা ভোক্তা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক লীগ নেতা এবাদত হোসেন।
Leave a Reply