মিরপুর প্রতিনিধি ॥ ধর্মীয় কাজকে প্রসারিত করতে কাজ করে যাচ্ছেন জাপার এমপি প্রার্থী ডক্টর শহীদুল ইসলাম ফারুকী। দলের সিদ্ধান্ত অনুয়ারী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের এমপি পদপ্রার্থী হিসাবে ডক্টর শহীদুল ইসলাম ফারুকীকে মনোনীয় করবেন দল। গত ১১ জুন-২০২৩ রবিবার সকাল ১১ টার সময় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর মালিথাপাড়া জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ এলাকার মানুষ।
উক্ত মসজিদে ওযু করার তেমন ব্যবস্থা-না থাকায় মুসল্লিদের বেশ কষ্ট হচ্ছিল। মুসল্লিদের আবেদনের প্রেক্ষিতে ছোট পরিসরে, বিশেষ ব্যবস্থাপনায় ওযু খানা নিমার্নের সু ব্যবস্থা করেন ড. ফারুকী। উক্ত কাজের উদ্বোধন করেন ডক্টর শহীদুল ইসলাম ফারুকীর পক্ষে তার ছোট ভাই মানিক বিশ্বাস, উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয পাটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামিম মন্ডল, ধুবইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইদবার আলী, উপজেলা জাতীয যুব সংহতির সভাপতি ঙা. শরিফুল ইসলাম, ,সম্াজ সেবক নুর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply