কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র সদস্য ঢাকা ল’ কলেজের অধ্যক্ষ এ্যাডঃ সিরাজ উল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় নিজ গ্রাম খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০ টায় কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা ও নিজ গ্রামে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজা নামাজে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী , আইন কমিশনের সদস্য আপীল বিভাগের সাবেক বিচারপতি আবু বকর সিদ্দিকী, কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম , জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, সাবেক সাধারন সম্পাদক দেওযান মাসুদ করিম মিঠুসহ আইনজীবী,বিচারক ও বিপুল সংখ্যক সুধিজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিজ্ঞ আইনজীবী সিরাজ উল ইসলাম কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বারবার নির্বাচিত ছিলেন । এবং ৫৩ বছর সুনামের সাথে কুষ্টিয়া জজ কোর্ট ও হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ৯ জুন শুক্রবার বেলা ১ টায় ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
Leave a Reply