মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৭০টি গাঁজার গাছসহ শরিফুল ইসলাম লিটন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। মাদক ব্যবসায়ী লিটন মিরপুর পৌরসভার সুলতান গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন নেন্টু মৌহরীর ছেলে। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল মৃধা ও এএসআই মেহেদী হাসান ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযান চালিয়ে লিটনের বাড়ির আঙ্গিনায় লাগানো অবস্থায় ৭০টি তাজা গাঁজার গাছসহ তাকে আটক করেন। এ ব্যাপারে মাদক ব্যবসায়ী লিটনের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply