জাসদের নুর বাহিনীর নেতৃত্বে সাবেক এমপি শহীদুল ইসলামের বাড়ী ও কার্যালয় ভাংচুর
ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি’র ৩জন নেতা পুলিশের হাতে আটক হয়েছে এবং ৪০ জন গুরুত্বর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরেই হাসানুল হক ইনু এমপি’র নুর বাহিনীর ক্যাডার শোভন, ইয়ামিন, নুর ও তুহিন এর নেতৃত্বে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, বিএনপি’র দলীয় কার্যালয় সহ ১০টি মোটরসাইকেল ভাংচুর করে। মঙ্গলবার বিকেলে চারটার দিকে এ ঘটনা ঘটে। সাবেক এমপি’র কেয়ারটেকার কাজল ও তার স্ত্রী জাসদের নুর বাহিনীর এ বর্বরোচিত হামলার স্বীকার হয়ে মারাত্মক আহত হয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আলম মালিথা জানান, ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিনা উস্কানিতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে উপস্থিত নেতা-কর্মীদের বাঁধা সৃষ্টি করে বেপরোয়া হয়ে আমাদের উপর লাঠি চার্জ করে অনেক নেতাকর্মীকে আহত করে এবং কয়েকজনকে আটক করে থানাতে নিয়ে যায়। পরবর্তীতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র নির্দেশে ও পুলিশের প্রশ্রয়ে জাসদের নুর বাহিনী সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের বাড়ী, দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়াও আমার ভেড়ামারাস্থ নিজ বাড়ীতে এ নুর বাহিনী হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে। এ ঘটনায় ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান।
Leave a Reply