ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদের তত্ত্বাবধায়নে থানা পুলিশ উপজেলাব্যাপী মাদকসহ কেরাম বোর্ড ও জুয়ার আস্তানায় সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। দিনভর ভেড়ামারার বিভিন্ন জায়গায় জুয়ার ও কেরাম এর আস্তানায় হানা দিয়ে ১৫টি কেরাম বোর্ড জব্দ করেছে ভেড়ামারা থানা পুলিশ। থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক, জুয়া, কেরাম এর স্পটে অভিযান পরিচালনা করছেন, ভেড়ামারা থানার ইন্সপেক্টর (তদন্ত) আকিবুল ইসলাম, এস আই আবুল বাশার, এস আই আবু সাইদ, বিশ্বজিৎ, সুজয়, আশরাফুল সহ সঙ্গীয় অফিসার ফোর্স। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন, কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তদারকিতে উপজেলা ব্যাপী মাদক, জুয়া, কেরাম সহ নেশাখোরদের আস্তানায় থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply