ওলি ইসলাম, ভেড়ামারা থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভেড়ামারা কোচ স্ট্যান্ডে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। উক্ত বিক্ষোভ সমাবেশে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু৷ এ সময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক সৈয়দ রহমান সাঈদ, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে যারা হত্যার হুমকি দিয়েছে. তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের উন্নয়ন চায় না, তাইতো প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে।
উল্লেখ্য, গত ১৯ শে মে ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে কবর স্থানে পাঠানোর হুমকি প্রদান করে বক্তব্য রাখেন তিনি। এই হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকি দাতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশে।
Leave a Reply