কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের নারীদের সামাজিকভাবে সম্মানিত করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ নেয়ায় আজ নারীদের আর্থিক পুনর্বাসন, নারী শিক্ষা,নারীদের কর্মমুখী করে তোলার চেষ্ঠায় সফল হয়েছে। তিনি গতকাল সকালে কুষ্টিয়া সদও উপজেলা মিলনায়তনে উপজেরা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপভোগী মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সদও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন,জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুত্ েস্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন বটতৈল ইউপি চেয়ারম্যান মোমিন মন্ডল ও ভিজিডি কার্ড প্রাপ্ত মহিলা হরিপুরের বিলকিস বানু। প্রধান অতিথির বক্তব্যে মাহববু উল আলম হানিফ বলেন,বাংলাদেশের প্রতিিিট মুহর্তে মহিলাদেও বিচরন ছিল। আন্দোলন,অধিকার আদায় সংগ্রাম সব কিছুতেই তাদের পদচারনায় মুখোরিত ছিল। তাই প্রধান মন্ত্রী নারীদের অগ্রঅধিকার ভিত্তিতে তাদের সম্মানিত করে যাচ্ছেন। আজ নারীরা জেগে উঠেছে। নারী জাগরনের ফলেই আজ নারীরা সবক্ষেত্রে বিশেষ ভুবিমকা রেখে যাচ্ছে যা আমাদেও জন্য ইতিবাচক। তিনি বলেন,শেখ হাসিনা বঞি।চত,অবহেলিত নারীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষে সামাজিক সুরক্সা নিছিমÍ করতে অনেক কর্মসুচী হাতে নিয়েছে ফলে একজন নারী সফলতার সাথে নিজেকে এই সমাজে অন্যদেও সাথে তাল মিলিয়ে চরার সাহস জুগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনারা নারীরা আপনাদেও অনেক দায়িত্ব রয়েছে এর মধ্যে বিশেষ করে আপনার সন্তানকে উপযুক্তভাবে গড়ে তোলার দায়িত্ব আপনারাই। মানবিক মুল্যবোধ ও নৈতিকতা শিক্ষার মাধ্যমে তাকে গড়ে তুলতে হবে। তানা হলে সমাজে এর কু প্রভাব পড়বে। আপনাদের সন্তানদের মাদকতা থেকে দুরে রাখুন। তাদের আদর্শিক শিক্ষায় শিক্ষিত করুন তাহলে তারা যেমন ভাল মানুষ হবে তেমনি আমাদের সমাজও ভাল হবে। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, প্রধান মন্ত্রী দেশের সব শ্রেনীর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি চাচ্ছেন সকলেই হাসি মুখে এই দেশের সকল সুবিধাদি ভোগ করুক। প্রধান মন্ত্রী আজ আমাদের সকলের মাথার উপর ছায়া হিসেবে রয়েছেন আপানারা তাঁর এবং তাঁর পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করিবেন। হানিফ বলেন,ভিজিডি কার্ডের প্রাপ্্যতা নিয়ে যেন কোন অভিযোগ না উঠে। আপনারা তালিকা তৈরী করুন পর্যায় ক্রমে সকল বঞ্চিত মহিলাদের এই সেবার আওতায় আনতে হবে। পরে তিনি সুবিধাভোগীদের হাতে ভিজিডি‘র কার্ড তুলে দেন। জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, দেশের মানুষ ১৪৫প্রকারের ভাতাভোগী হিসেবে সুবিধা পাচ্ছেন এটা প্রধান মন্ত্রীর আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। তিনি, সরকারের এই সুবিধা গ্রহনের পাশাপাশি সকলকে আত্ম নির্ভরশীল হওয়ার প্রতি জোর আহবান জানান। এবার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৮৯জন মহিলা ভিজিডি ভাতা প্রাপ্ত হন। এই ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মহিলা তার পরিবারের জন্য ৩০ কেজি প্যাকেটজাত পুষ্টিকর চাল পাবেন। বিনিময়ে প্রতিজনকে মাসে ২শত টাকা ব্যাংকে সঞ্চয় করতে হবে যা দুই বছর পর লভ্যাংশসহ ফেরত পাবে যা দিয়ে সেই মহিলা আত্ম কর্মসংস্থানের রুযোগ পাবেন।
Leave a Reply