কালোমানিক খ্যাত মোঃ মুসা হাজারো মানুষকে কাঁদিয়ে এ পৃথিবী থেকে চির বিদায়
কাগজ প্রতিবেদক ॥ স্বনামধন্য ফুটবলার, ঢাকা ওয়ারী ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, কুষ্টিয়া জেলা ফুটবল দল, কুষ্টিয়া ওয়াপদা ক্লাবের সাবেক খেলোয়ার, কালোমানিক খ্যাত মোঃ মুসা হাজারো মানুষকে কাঁদিয়ে এ পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৪৭ সালে তিনি কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহে জন্মগ্রহন করেন। বৈবাহিত সূত্রে তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।
বাদ এশা পূর্ব মজমপুর জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গৌরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মকবুল হোসেন লাবলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোসাদ্দেক আলী মণি, কুষ্টিয়া জেলা রেফারী আম্পায়ার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহম্মুদ, কুষ্টিয়া সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া পূর্ব মজমপুর জামে মসজিদ কমিটির সভাপতি সাইফুল আলম রিংকি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ।
জানাযার নামাজের পূর্বে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া জেলা রেফারী আম্পায়ার সমিতি, কুষ্টিয়া সোনালী অতীত ক্লাব, কুষ্টিয়া পূর্ব মজমপুর শেখ রাসেল স্মৃতি সংসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখা এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
তার বিদেহী আত্মার মাগফিরাত করে শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। শোক বার্তায় তিনি বলেন, সত্তর দশকের মাঠ কাঁপানো ফুটবলার মুসা যিনি কালা মানিক নামেই চরম খ্যাতি অর্জন করেছেন। এমন একজন কিংবদন্তি ফুটবলারের কাছ থেকে দেশ এবং জাতি অনেক গৌরবগাঁথা সম্মান অর্জন করেছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। মাহবুবউল আলম হানিফ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়াও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু, রেফারি আম্পায়ার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলাল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, বিএফইউজে’র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহাম্মদ আলী নিশান, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাশিদূজ্জামান খান টুটুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই খ্যাতিমান ফুটবলারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply